আপনি কি জানেন! সার্কের সাংস্কৃতিক রাজধানী কোনটি?
হ্যাঁ। একদম ঠিক। এটি হল মহাস্থানগড়। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষনা করা হয়।
মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। এটি পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর নামেও পরিচিত। এটির অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কি.মি. উত্তরে করতোয়া নদীর তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়।